বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়ম, প্রশাসনিক বিশৃঙ্খলা, নথি জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ড-এর অধিভুক্ত ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, গত ৪–৫ বছর ধরে বিদ্যালয়ে কোনো অডিট হয়নি এবং বিদ্যালয়ের আয়–ব্যয়ের আনুষ্ঠানিক হিসাবও সংরক্ষিত নেই।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই। সিনিয়র শিক্ষক হাফসা আক্তার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, তিনি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের অর্থ অপব্যবহার করে ব্যক্তিগত ঋণ পরিশোধ করেছেন, যার পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। তাঁকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে। এ ছাড়া তিনি বিদ্যালয়ের স্টোরের মালামাল বিধিবহির্ভূতভাবে বিক্রি করেছেন বলেও জানা গেছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “স্কুলে অনিয়মের বিরুদ্ধে কথা বললেই ভয় দেখানো হয়। ফলে কেউ মুখ খুলতে পারে না।”
বিদ্যালয়ে সম্প্রতি প্রকাশ্যে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। ১৭ জুলাই ২০২৪ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সহকারী গ্রন্থাগারিক মো. আলমগীর কবির গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে হাজিরা খাতায় একদিনে তার ৪৫৭ দিনের অনুপস্থিতির ঘরগুলোতে স্বাক্ষর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি প্রথম লক্ষ্য করেন বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা। পরে বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানালে তিনি জানান, “স্কুলের সভাপতি সব জানেন।”
বিদ্যালয়ের গভার্নিং বডির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর। এরপরও কীভাবে কমিটি দায়িত্ব পালন করছে, তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক বিশৃঙ্খলা, নজরদারিহীনতা এবং গভার্নিং বডির নিষ্ক্রিয়তার কারণে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
দীর্ঘ সময় ধরে আর্থিক হিসাবের অসচ্ছতা, নথি জালিয়াতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিদ্যালয়টির শিক্ষা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন অভিভাবক ও এলাকাবাসী
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত