কাতার প্রতিনিধি, মোস্তাক আহমেদ বাপ্পি:
কাতারে বুকে বি-বাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের নতুন জার্সি উন্মোচন করেন দলের ক্যাপ্টেন বোরহান উদদীন কে সাথে নিয়ে স্পন্সর মো:সোহাগ ও ব্যবসায়ী রাসেল মিয়া।
ঘরোয়া পরিবেশে দলের নতুন জার্সি প্রকাশ করা হয়েছে খেলার মাঠে । নতুন এই জার্সিতে স্থান পেয়েছে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী স্পন্সর সোহাগ এর নাম।
কাতারে লাল সবুজের পতাকা বুকে ধারণ করে প্রবাসের মাটিতে দীর্ঘ ৮ বছর অতিক্রম করল বি-বাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের যাএা । দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন দলের সাথে সিরিজ খেলে জয় লাভ করেছে। 
জার্সি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেনাল ট্রেডিং কন্ট্রাক্টিং এন্ড সার্ভিসের কর্নধার মো:রাসেল মিয়া ও বি- বাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের স্পন্সর ও বিশিষ্ট ব্যবসায়ি মো:সোহাগ মিয়া।
নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে বি-বাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে "ক্যাপ্টেন বোরহান উদদীন বলেন, দীর্ঘদিন যাবত বি-বাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের সাথে সম্পৃক্ত থাকার জন্য টিম ম্যানেজার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ কে অভিনন্দন জানান এবং দলের সিনিয়র ও জুনিয়রদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 

সামনে দিনগুলো যেন সবাই মিলেমিশে দলকে একটি সুন্দর খেলা উপহার দিতে পারে এই প্রত্যাশা।
এছাড়াও এই অনুষ্ঠানে দলের সকল ক্রিকেটারও উপস্থিত ছিলেন। আগামীতে নতুন এই জার্সিতে বিভিন্ন দলের বিপক্ষে কাতারের মাঠে সিরিজ খেলবে বি-বাড়িয়া ফ্রেন্ডস ক্লাব।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত