বরগুনা প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করায় বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(২৬ নভেম্বর) বুধবার বিকেল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে গোল চত্ত্বরে সমাবেশ করেন তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির আহবায়ক মোঃ রায়হান নাজির দলু, সিনিয়র যুগ্ম আহবায়ক বায়েজিদ হোসেন শুভ, সদস্য সচিব মনির হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির, যুবদল ও ছাত্রদল নেতা কর্মীরা। 
স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির আহবায়ক মোঃ রায়হান নাজির দলু বলেন, আমাদেরকে যারা এই কমিটি উপহার দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের হবে একটি মডেল দল।যেখানে থাকবেনা কোন মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। সবাইকে নিয়ে আগামী দিন গুলো আন্দোলন সংগ্রাম করে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত