অথই নূরুল আমিন
জাতীয় সংসদ নির্বাচন হয়তো খুবই কাছাকাছি। এর মধ্যে শুনেছি। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রায় সব ব্যবস্থা করে নিয়েছে। এরই মধ্যে প্রবাসীদের কে ভোটার করার কার্যক্রম শুরু করেছে। দেশের সরকারি কর্মকর্তাদের বেলাও পোস্টাল ভোটের ব্যবস্থা হতে পারে বলে নির্বাচন কমিশন সচিব বলেছেন।
এখানে কথা থাকে যে, সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটার করলে সর্বোচ্চ ভোট কাস্টিং হবে পাঁচ লাখ। প্রবাসীদের ভোট হবে হয়তো ছয় লাখ। মুল ভোটের বিষয় কিন্তু বারো কোটির উপরে। এটা নির্বাচন কমিশন মাথায় রেখে ব্যালট ছাপতে হবে ভোটার গুণে। বিশেষ করে যতজন ভোটার কমিশনের তালিকায় আছে।
কথা থাকে যে, আমি কিন্তু ভোট কেন্দ্রে যাবার ভোটার দেখছি না। তাই হাসছি আর ভাবছি। দেশের রাজনৈতিক দলগুলোর ভোটার গননা নিয়ে তাদের নুন্যতম কোনো ধারণা নেই। এক জরিপে দেখা যায়। আট ভোট কাস্টিং কোনো সুযোগ নেই। পনেরো ভাগ বিশ ভাগ পঁচিশ ভাগ তো অনেক দূরের কথা।
তার প্রথম কারণ হলো , ২০০৮ সালে যারা ভোটার হয়েছিলেন। গত ষোল সতেরো বছরে জীবন জীবিকার তাগিদে গ্রামের অনেকেই দেশের বিভিন্ন শহরে চাকরি বা ব্যবসা করছেন। ধরতে গেলে স্থায়ীভাবে অনেকেই বিভিন্ন শহরে কর্ম করছেন। অন্য দিকে ঢাকা শহরে ২০২৮ এ আশিভাগ বিভিন্ন বস্তিতে বাস করত। তারাও আজকে এক ওয়ার্ডের ভোটার অন্য ওয়ার্ড বা অন্য জায়গায় সরে গেছেন। যার পরিমাণ ৭০% এর উপরে।
অন্য দিকে দেশের নিম্ন আয়ের অনেক জনগণ এলাকায় বসবাস করলেও। রাজনৈতিক দলগুলার মিথ্যা প্রতিশ্রুতি আর বিশ্বাস করছে না। ভোটের দিকে যাদের আগ্রহ নেই। তারা সকালে উঠে যার যার কর্মে চলে যাবে।
এদিকে বেশকিছু লোকেরা তাদের পছন্দের দলের টানে ভোট দিবে বলে সকালেই বাসা বা বাড়ি থেকে বের হবেন। এর সংখ্যা খুবই নগণ্য। দীর্ঘদিন তেপ্পান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো প্রায় সবাই যুগে যুগে ভোটারদের সাথে বেঈমানী করেছে চরমভাবে। দেশের ভোটারেরা সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে। ২০১৪ এর নির্বাচনের পর থেকে। শেখ হাসিনার আমলে দেশের খেটে খাওয়া ভোটারেরা বেশি অবহেলিত হয়েছে। এমপিদের কাছে। চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবার কাছে।
যাক সে কথা, দীর্ঘ প্রায় পনেরো মাস ধরে যেসকল রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে মর্মে মাঠে নেমেছেন, তাদের মধ্যে অনেকেই নির্বাচন কমিশন। নির্বাচন সংস্কার কমিশনসহ অনেক কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু কোনো রাজনৈতিক দলকে কোথাও আলোচনা করতে দেখিনি চলমান ভোটার সমস্যা নিয়ে। এমনকি টকশোতে ও কোনো আলোচনা হয়নি বা করেনি। এনসিপি নতুন রাজনৈতিক দল। তারা এই প্রথম ভোটে যাচ্ছে। দিনদিন এসব বিষয় গুলো বুঝবে। প্রিয় পাঠকের কাছে একটি প্রশ্ন রেখে আজকের লেখাটি এখানেই শেষ করছি। তা হলো যে ভোটারের বাড়ি গাজীপুর, তার ব্যবসা আছে চিটাগাং। ভোটের দিন এই ভোটার কেন আসবে গাজীপুর ভোট দিতে। এরকম বিষয় আপনার থাকলে আপনি কি করবেন?
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত