নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫(বৃহস্পতিবার): গতকাল গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযানে ৭৭টি প্রস্তুত প্রক্রিয়াধীন ককটেল বোমা, ৪টি ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ ৪,১৩,৫০০ টাকা, ৪৯০ পিস ইয়াবা, ২,০৮০ প্যাকেট হেরোইন, ককটেল বোম্ব তৈরির জন্য ব্যবহৃত ৪ ধরনের স্প্লিন্টার ও ৪০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর সাথে সম্পৃক্ত অপরাধীদের সনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।
সাধারণ মানুষের জানমাল এর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত