মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী বরগুনা প্রতিনিধি:
বরগুনা আমতলী উপজেলায় সরকারের “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় অনুদান হিসাবে ভিক্ষুকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার(৮ডিসেম্বর) দুপুরে আমতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান সহায়তা বিতরণ করা হয়েছে। 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এসব অনুদান প্রদান করেন।
উপজেলায় সমাজসেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওসারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী,উপজেলা প্রকল্প পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই জন ভিক্ষুককে জনপ্রতি ২৫ হাজার করে মোট ৫০হাজার টাকার মুদি মনোহারি মালামাল কিনে দেয়া হয়।
এছাড়া পল্লী সমাজসেবা কর্যক্রমের আওতায় মোট ০৯ জনকে ৪০হাজার টাকা যার মধ্যে ৫০হাজার টাকা চার জনকে এবং ৪০হাজার টাকা পাঁচ জনকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত