বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রানাউল ইসলাম। তিনি মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও রহিমা বেগমের সন্তান। অভিযোগটি গত ৪ জানুয়ারি আদমদীঘি থানায় দাখিল করা হয়।
অভিযোগে রানাউল ইসলাম উল্লেখ করেন, তার পূর্বপুরুষদের মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কবরস্থানের পাশে কিছু খালি জায়গা থাকায় সেখানে ঘর নির্মাণের প্রস্তুতি চলছিল। এ সময় একই এলাকার মো. তাজ (টিপু)সহ কয়েকজন ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই তার দখলীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় মো. আতাউর রহমান (৫০), মো. রহিদুল (৫৩) উভয়ই মৃত আব্দুল জব্বারের ছেলে, মো. নেহেরুল (৪০) পিতা মো. বজলু, মোছা. সেলিনা (৫৫) পিতা মৃত রইচ, মোছা. শিল্পী (৪৫), মো. আঙ্গুর (৩৮), মোছা. জোসনা (৫২), মোছা. রোখসানা (৫৩) ও মোছা. রিপা (৩৫)। তারা সকলেই দমদমা গ্রামের বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রানাউল ইসলাম জানান, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে গালাগালি করেন এবং মারধরের হুমকি দেন। পাশাপাশি আশপাশের লোকজনকেও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের এবং এ বিষয়ে ইতোমধ্যে বগুড়া আদালতে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলার অবনতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আদমদীঘি প্রশাসনের কাছে লিখিত অভিযোগের পাশাপাশি সান্তাহার ইউনিয়ন পরিষদেও আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত