স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর মহানগর বিএনপির অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দশ জানুয়ারি গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে বাসন মেট্রো থানা যুবদলের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মনিরুজ্জামান মনির যুগ্ন আহবায়ক গাজীপুর মহানগর যুবদল ও বাসন মেট্রো থানা সাবেক আহবায়ক ওসঞ্চালনায় ছিলেন জনাব মোঃ নাহিদ হোসেন বাবু।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুজিবুর রহমান গাজীপুর ১ আসনে এমপি প্রার্থী, জনাব মোঃ মনিরুল ইসলাম মনির সাধারণ সম্পাদক বাসন মেট্রো থানা,প্রধান আলোচক : জনাব মোঃ সাজেদুল ইসলাম আহবায়ক, গাজীপুর মহানগর যুবদল, বিশেষ আলোচক : জনাব মাহমুদ হাসান রাজু সদস্য সচিব, গাজীপুর মহানগর যুবদল, এ সময়ে 
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে যুবদল, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তাঁর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত