ঢাকা ধামরাই প্রতিনিধি : মো: শামীম হাসান সুমন
রোববার (১১ জানুয়ারি) দুপুরে ধামরাই থানার উপ পরিদর্শক এস এম কাউসার সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত খোরশেদ আলম নীলফামারী জেলার ডোমার থানার পূর্ব বড়াগাড়ী কৃষি কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সরদ আলীর ছেলে। বর্তমানে তিনি ধামরাই পৌরসভার কালিয়াগার এলাকায় হিজড়া সারুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ধামরাই থানার উপপরিদর্শক এস এম কাউসার সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের১২ দিকে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে খোরশেদ আলমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত