ঢাকা ধামরাই প্রতিনিধি : মো: শামীম হাসান সুমন
সোমবার (১২ জানুয়ারি) ঢাকা–আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উল্টো পথে চলাচলকারী কয়েকটি ভারী যানবাহন শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট পাঁচটি ড্রাম ট্রাককে জরিমানার আওতায় আনা হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান বলেন, “ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় উল্টো পথে গাড়ি চলাচলের কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী ও যাত্রীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে এ ধরনের অনিয়ম মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।”
তিনি আরও বলেন, “মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আজকের অভিযানে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে জরিমানা করা হয়েছে, যাতে ভবিষ্যতে চালকরা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত