নিজস্ব সংবাদদাতাঃ
ঢাকা জাতীয় প্রেসক্লাব এ শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এর আয়োজনে বিএনপি জামায়াত জোটের অবরোধ-হরতাল,জ্বালাও-পোড়াও,অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,সভাপতি মন্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, আহব্বায়ক শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদ।
তিনি বলেন বিএনপি জামায়াত খুনির দল।বিএনপি নেতা জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত মানুষ খুন করেই চলছে। তারা এ পর্যন্ত অনেক শ্রমিক, কৃষক, পুলিশ সহ নানা পেশার মানুষকে কুপিয়ে গুলি করে হত্যা করে। এছাড়াও বাসে আগুন দিয়েও অনেক মানুষকে হত্যা করে। রেল লাইন উপড়ে ফেলছে।আমরা লক্ষ্য করেছি তারা হরতাল অবরোধের নামে গাড়ি পোড়াচ্ছে,প্রায় দুইশত গাড়িতে আগুন দিয়েছে,কয়েকশ গাড়ি ভাংচুর করেছে,দুই জন পুলিশকে হত্যা করেছে,দুই জন শ্রমিকেও হত্যা করেছে।তিনি আরও বলেন আগামি ২৯শে নভেম্বর ২০২৩ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় ঢাকা মতিঝিল বক চত্বরে গনজামায়েত ও গনমিছিলের আয়োজন করা হয়েছে এবং আগামি ১লা ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান।জয় বাংলা জয় বঙ্গবন্ধু,দুনিয়ার মজদুর এক হও।এই স্লোগানের মাধ্যমে সংবাদ সম্মেলন শেষ করেন।