মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম, অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) পিএফজি’র (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) আয়োজনে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সায়েদ আহমেদ দুলু, ফুলছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, আওয়ামী লীগ নেতা অশ্বিনী কুমার, শহিদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের ফ্যাসিলিটেটর ফরিদা ইয়াসমিন প্রমুখ। সভায় হিন্দু সম্প্রদায়ের লোকজন আসন্ন পূজা নির্বিঘ্নভাবে যাতে সম্পন্ন করতে পারে সে বিষয়ে এবং পিএফজি কমিটিতে নতুন সদস্য অর্ন্তভূক্তি করতে সীদ্ধান্ত হয়। এছাড়া আগামী নভেম্বর মাসে গণতন্ত্র রক্ষা ও পূনঃপ্রতিষ্ঠা করতে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালার সীদ্ধান্ত গৃহীত হয়।