এম জাফরান হারুন::
পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন (৪০)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহাদাত। এছাড়া ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার মো. শফিকুল ইসলামের দোকানে তালা মেরে চাঁদা দাবি করে আসছিলেন তিনি। এছাড়াও তিনি কাঠালতলী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং মসজিদের ৫০০ কেজি রড জোরপূর্বক নিয়ে যান। এ ঘটনায় ইমাম আমিনুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বুধবার রাত ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেফতার করতে সক্ষম হন।
এব্যাপারে প্রতিবেদক মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “সে আমার সংগঠনের কেউ না।”
মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মির্জাগঞ্জ থানা পুলিশের চাঁদাবাজবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।