শাহাদাত হোসেন রুবেলঃ বরিশাল
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে জয়নগর ইউনিয়নের দক্ষিণ চর এক্করিয়া, শরীফের চর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মামুন অর রশিদ (৪৩), শাহ জাহান খান (৬০), মাসুম খান ও নূরনবী খান।
এদের মধ্যে ১ জন কে গুরুতর আহতাবস্থায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মামুন খান ও অন্যান্যরা আদালতে হাজিরা দিতে আসেন। এমতাবস্থায় খালি বাড়ি টের পেয়ে ঐ একই এলাকার প্রতিপক্ষ গ্রুপ তাদের দলবল নিয়ে জমি দখল করে এবং ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করেন, তাদেরকে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় মহিলাদেরকে গালিগালাজ করে।
যদিও ঐ জমিতে আদালতের ৪৪/৪৫ ধারায় নিষেধাজ্ঞা বলবৎ আছে।
মামুন খান এবং অন্যান্যরা বাড়ি গেলে তাদেরকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
শুক্রবার সকাল ১১ টায় তারা আবার জমিতে ধানের চারা (জালা) রোপণ করতে আসলে এরা বাধা দেয় আর তখনি দুলাল বেপারী (৫০), তাজেম বেপারী, বাবুল বেপারী, ইউনুস বেপারী, করিম বেপারী, শফি বেপারী, কাঞ্চন বয়াতী, মোসলেম মাতুব্বর ও অজ্ঞাত আরো ১৫/২০ জন মিলে তাদের উপর হামলা চালায়।
তারা পূর্ব পরিকল্পনা করে দেশীয় অস্ত্র, দা, বটি, রাম দা নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে।
উক্ত হামলায় ৩ জন আহত ও ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী আছে।
উক্ত হামলার ব্যাপারে মামুন অর রশিদ খান কে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের বলেন, আমার আব্বা মারা গেছে, আমরা সবাই শোকাহত অবস্থায় কান্নাকাটি করি আর এই সুযোগে দুলাল বেপারী ও অন্যান্য রা আমাদের জমি দখল করে। আমরা বাধা দিলে আমাদের উপর রাম দা ও অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় আমি ও ৩ জন আহত হই এরমধ্যে আমার চাচা শাজাহান খান(৬০) বেশী আহত হয়।
তাকে কয়েকজন মিলে পিটিয়ে অজ্ঞান করে ফেলে এবং রাম দিয়ে তার মাথায় কোপ দেয়।
এ ব্যাপারে কাজীর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, থানায় মামলা হইছে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।