মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা।
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে
অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ইং উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার(১২ আগস্ট)সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে একটি র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্যরঞ্জন সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আল- ইয়াসা রহমান তাপাদার, বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আমির আবুল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা এনসিপির আহবায়ক ডাক্তার জাহাঙ্গীর আলম ডাবলু,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মির্জা শওকত জ্জমান,জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিবন সাজাদুর রহমান সাজু,ইসলামী আন্দোলন জেলা যুব আন্দোলনের সংগঠনের সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।