রেদওয়ানা আফরিন:
আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাস নিক কর্মকর্তা আজরা জাবীন ও ইউপি সদস্য সচিব মতিউল আলমের ঘুষ–দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় জাতীয় দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মো. আমিরুজ্জামান আমির প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।
ঘটনা কীভাবে ঘটল
সম্পাদকের অভিযোগ অনুযায়ী, গত ২৭ আগস্ট মতিউল আলম পাঁচজন সহযোগী নিয়ে পত্রিকার প্রধান কার্যালয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ প্রকাশ বন্ধ না করলে হত্যার হুমকি দেন। পুরো ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
এ ঘটনায় সম্পাদক পল্লবী থানায় জিডি নং-২৫৬৭ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, আজরা জাবীনের নির্দেশে সন্ত্রাসীরা সম্পাদককে বলে—
“আগামীকালের সূর্য দেখতে পারবি না, ধারাবাহিক সংবাদ বন্ধ কর।”
সম্পাদক কী বললেন
সম্পাদক আমিরুজ্জামান আমির বলেন—
“দুর্নীতির খবর প্রকাশের পর থেকেই নানা হুমকি ও চাপ আসছে। আমাকে ভয় দেখানো হলেও সত্য প্রকাশের দায়িত্ব থেকে আমি পিছু হটব না।”
সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া
ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ বলেছে—
“একজন সম্পাদককে হুমকি দেওয়ার অর্থ পুরো গণমাধ্যমকেই ভয় দেখানো। আমরা এর বিচার দাবি করছি।”
পুলিশের বক্তব্য
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন—
“আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মানবাধিকার কর্মীদের মন্তব্য
মানবাধিকার কর্মীরা বলছেন—
“সংবাদপত্রের স্বাধীনতায় এ ধরনের হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য বড় হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি।