আরিফ হোসাইন ,বরগুনাঃ
বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের
দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে পুলিশের কয়েকটি টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করতেছে।
নিহত স্ত্রীর নাম আকলিমা (২৭)। সে দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্বাস মৃধার মেয়ে। নিহত স্বামীর নাম স্বপন মোল্লা (৩২) পেশায় একজন দিনমজুর। স্বপন একই গ্রামের খালেক মোল্লার ছেলে। নিহতের পরিবারে দুটি কন্যা সন্তান রয়েছে, বড় মেয়ের নাম সাদিয়া (৬) এবং আফসানা (১)।
ঘটনাস্হলে উপস্থিত নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম বলেন, ভোরে ঘুম থেকে ওজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, ” আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলেনা। আব্বাকেও দেখিনা। আমি ঘরে গিয়ে দেখি আকলিমার গলাকাটা রক্তমাখা লাশ পরে আছে মেজেতে। এসময় স্বপনকে খুজলে তার বিছানার ওপর মোবাইল পড়ে আছে পাশেই চেয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো মরদেহ।
নিহত স্বপনের বড় ভাই, কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোন শত্রু নেই তবে তাদের মধ্যে সংসারিক কলহ লাগতো। এবিষয়ে তিনি আরো বলেন, স্বপন নিয়মিত কাজ না করা নিয়ে প্রায়ই দ্বন্ধ ও ঝগড়াঝাটি হতো।
এবিষয়ে নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা বলেন , ঘটনাটি পারিবারিক কলহের কারণে ঘটতে পারে।
এবিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্হলে আসে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে বর্তমানে জায়গাটি ক্রাইম সিন দিয়ে আটকে রেখে তদন্ত কার্যক্রম চলতেছে।