
ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি
আমার নামে নিউজ করেন আমি পাঁচ বছর হলো বরগুনায় আসছি যেতে চাই কিন্তু যেতে পারছি না।পাঁচ বছরে বরগুনায় থেকে অনেক ইতিহাস সৃষ্টি করলাম কিন্তু বরগুনা ছাড়তে পারলাম না।
এভাবেই বলতে ছিল বরগুনার জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ জসিম উদ্দিন তিনি বরগুনার মানুষের উপর রীতিমতো বিরক্ত। নিজেকে একজন সচ্ছ্য কর্মকর্তা হিসাবে প্রকাশ করলেও বাহিরে রয়েছে বিভিন্ন দূর্নীতির অভিযোগ তিনি বলেন আমি কোন ঘুষ দূর্নীতির সাথে নেই কিন্তু অফিসে এবং অফিসের বাহিরে প্রচলন আছে ঘুষ ছাড়া কোন কাজই তিনি করছেননা।
নিজের অফিসের তৃতীয় তলায় প্রশিক্ষণ রুমের পাশ্বেই পরপর তিনটি রুম ব্যবহার করছেন ব্যাক্তিগত কাজে বিছানা রান্নার সরঞ্জমাদি আছে রুমের মধ্যেই নিজে বছরের পর বছর থাকছেন গেষ্ট রুমে অন্য রুমে রান্নার কাজ চলছে নিয়মিত। তথ্য সংগ্রহের সময় দেখা গেছে তার চট্রগামের স্ত্রীও সেখানে বসবাস করছে। অন্য দুটি রুমে অষিত ও রফিকুল ইসলাম নামের অফিস কর্মকর্তারা নিয়মিত বিছানা খাট পেতে বসবাস করছেন।
সরকারী অফিসের নিয়ম ভেঙ্গে নিজের স্ত্রীকে নিয়ে থাকার কথা জিজ্ঞেস করলে জনাব জসিম উদ্দিন সাহেব বলেন আমি জেলা প্রশাসক মহোদয়কে বলেই থাকছি জেলা প্রশাসক মহোদয় নাকি তাকে বউ আসলেই থাকতে বলেছেন। অন্য দুইজনের থাকছে কেন বললে তিনি বলেন সরকারী চাকরী করে কত টাকাই আর বেতন পায় তাই এখানেই থাকছেন।