
রাজশাহী প্রতিনিধি: গোলাম রাব্বানী (সফল)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠন, তৃণমূল নেতা থেকে বৃহত্তম নেতা পর্যায়ক্রমে সবাইকে নিয়ে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন রাজশাহী।
তানোর গোদাগাড়ী, মাটি ও মানুষের নেতা, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, চেয়ারপারসন এর উপদেষ্টা ও সামরিক সচিব ও অন্যতম কাউন্সিলের সদস্য।
মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন, তানোর গোদাগাড়ী ২ থানার, সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট করার আহব্বান করেন এবং, পৌরসভা, ও থানা উপজেলা পর্যায়ক্রমে একত্বভাবে সবাইকে নিয়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন,
তৃণমূল নেতা এই দুইটি থানা, ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক, এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ভোটের মাঠে, মা বোনদের বাসায় গিয়ে ভালোভাবে মহিলা মানুষকে নিয়ে আপনারা একসঙ্গে বসবেন।
কারণ ওদের মধ্যে যে ভয়-ভীতি আছে। ২০২৪ সালের ভোটের সময়, তারা হেনস্ত না হয়। তো সামনে যে নির্বাচন এই নির্বাচনে, কোন সমস্যা হবে না। মাঠ পর্যায় ক্রমে এবং প্রত্যেকটা কেন্দ্রে, নির্ভয়ে ভোট দিতে যাবেন এবং পাশাপাশি উৎসাহিত করবেন।
সামনে যে নির্বাচন একাদশ নির্বাচন সুশৃংখল ভাবে, ২০২৫ ও ২৬ সাল, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে, ভোট করবেন এবং মানুষকে বোঝাবেন, এবং ইউনিয়ন পৌরসভা উপজেলা, ২ থানা মিলে, যতটা কেন্দ্র আছে কড়া নিরাপত্তা হিসেবে থাকবেন,
সেনাবাহিনী বর্ডারগার্ড বিজিবি পুলিশ আনসার ব্যাটালিয়ন, ও ১৩ করে আনসার, প্রত্যেকটা কেন্দ্র কড়া নিরাপত্তা বাহিনী, সবসময় আপনাদের কাছে থাকবে ও এটি একটি সুষ্ঠু, নির্বাচন দিতে চাই নির্বাচন কমিশন সি ইসি।
আল্লাহর রহমতে টানা ১৭ বছর, সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে। নির্বাচনগুলো করেছে তারা একাই পুলিশ বাহিনী দিয়ে, ভোট করিয়ে নিয়েছে আবার মাস্টার ডাক্তার অফিস আদালতের সবাইকে নিয়ে তারা মাঠে থেকে, জোরপূর্বভাবে স্বৈরাচার ভোট কেন্দ্রে ঝামেলা গন্ডগোল লাগিয়ে দিয়ে ওরা সবাই এমপি মন্ত্রী, সবকিছু ওরাই করেছেন, আর এই সমস্যাগুলো আল্লাহর রহমতে হবে না আশা করি। রাজশাহী প্রতিনিধি, ও তানোর প্রতিনিধি, গোলাম রাব্বানী (সফল)।