1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ধামরাইয়ে বিএনপির নেতার বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর বাজার মোড়ে জোর করে পাঁচটি দোকান ঘর ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে মিজানুর রহমান বিশা ও সূয়াপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলীসহ আরও কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী নবিনুর সিকদার অভিযোগ করেন, সিয়ালকুল এলাকায় দেলদা মৌজাঃ আর এস দাগ নং-৬৪৯৪, পরিমান-৭২ শতাংশ জমি আমি পৈতৃক ও ক্রয় সূত্রে প্রায় বিশ বছর ধরে ওই জমির দখলে আছি এবং সেখানে পাঁচটি দোকান তুলে ভাড়া দিয়ে আসছি।এমন অবস্থায় এলাকার মিজানুর রহমান বিশা ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলীসহ তার সহযোগীরা জোরপূর্বক দোকান ঘরগুলো ভেঙে জমিটি দখল করে নেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নবিনুর সিকদার প্রশাসনের কাছে দ্রুত জমি ফেরত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান বিশা বলেন, সিয়ালকুল এলাকায় দেলদা মৌজাঃ আর এস দাগ নং-৬৪৯৪, দাগে আমার বাবার নামে পরচায় নাম থাকায় ৪.৬৬শতাংশ জমি ওয়ারিশ সূত্রে মালিক হয়।সেই জমিতে নবিনুর নামে এক ব্যক্তি দোকান ঘর উঠিয়েছিল।সেই জমির ঘর ভেঙে দিয়ে বাউন্ডারি করেছি।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ বলেন,দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন ভাঙচুর জমি দখল করে,তা হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এবিষয়ে আমি এখনো অবগত না। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved