
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ৫ নভেম্বর ২০২৫ (বুধবার): গত ০২ নভেম্বর ২০২৫ তারিখে বগুড়া জেলার গাবতলী উপজেলার ছোট ইতালি গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে আতিউর রহমান সেলিম নামে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। উক্ত স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। 




পরবর্তীতে গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে ঐ স্থানে পুলিশের অভিযানে আরো ৩৯ টি ককটেল এবং বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। যা, আজ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল গ্রুপের সহায়তায় ধ্বংস করা হয়।
আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।।