1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির

তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যার
একটি টেকসই ও বৈজ্ঞানিক সমাধান খুঁজছে অন্তর্বর্তী সরকার—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সকাল ১১টার দিকে কাউনিয়ার গাজীর ঘাট এলাকায় তিস্তা নদী পরিদর্শন করেন পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে তিনি তিস্তা সড়ক সেতুতে গিয়ে প্রকল্পের নকশা ও কারিগরি দিকসমূহ পর্যালোচনা করেন। পরে চীনের রাষ্ট্রদূতসহ তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় নৌকাভ্রমণ করেন এবং বালাপাড়া ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে এলাকাবাসীর উদ্দেশে উপদেষ্টা বলেন,
‘আমরা এখানে এসেছি মূলত প্রকল্পের অগ্রগতি দেখতে এবং আপনাদের কথা শুনতে। চীনের রাষ্ট্রদূত নিজে উপস্থিত হয়েছেন—এটি প্রমাণ করে চীন এই প্রকল্প নিয়ে কতটা আন্তরিক। আমরা কোনো তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিতে চাই না। বরং এমন একটি টেকসই সমাধান চাই, যাতে ভবিষ্যতে আর আপনাদের ঘরবাড়ি হারাতে না হয়।’

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা একটি জটিল প্রকল্প। এতে একসঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ ও সেচ ব্যবস্থার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব কারণে প্রকল্পটি চূড়ান্ত করতে চীন কিছুটা সময় নিয়ে যাচাই-বাছাই করছে। তবে বাংলাদেশ ও চীন—উভয় সরকারই এই প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট করে বলেন, জানুয়ারির মধ্যেই প্রকল্পের কাজ শুরু হচ্ছে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তবে এ নিয়ে হতাশা ছড়ানোর কোনো কারণ নেই।

তিনি বলেন, ‘হতাশা ছড়িয়ে কোনো লাভ নেই। একজন রাষ্ট্রদূত এসেছেন, আমি এসেছি—এটাই প্রমাণ করে যে এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আমাদের আশার জায়গা রয়েছে। আমরা চাই বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী খনন ও পাড় বাঁধার কাজ হোক।’

পরে কাউনিয়ার টেপামধুপুর তালুক শাহবাজ এলাকায় আরেক দফা পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোও আসন্ন নির্বাচনের ইশতেহারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার এই প্রকল্প ফেলে রেখে যাচ্ছে না; বরং নির্বাচিত সরকার যেন প্রস্তুত ভিত্তির ওপর কাজ শুরু করতে পারে—সে ব্যবস্থাই করা হচ্ছে।

চীনের রাষ্ট্রদূতের বক্তব্য উদ্ধৃত করে উপদেষ্টা জানান, মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ায় চীন প্রকল্পটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করছে, যেন কোনো ভুল না থাকে। চীন যত দ্রুত সম্ভব এই মহাপরিকল্পনার কাজ শুরু করতে আগ্রহী বলেও জানান তিনি।

তিস্তার পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পানির ন্যায্য হিস্যা আদায় একটি চলমান ও বড় রাজনৈতিক প্রক্রিয়া। নির্বাচিত সরকার এ বিষয়ে চূড়ান্তভাবে কাজ করবে। তবে আমরা গঙ্গা ও তিস্তা—উভয় নদীর ক্ষেত্রেই প্রয়োজনীয় প্রস্তুতি রেখে যাচ্ছি, যেন ভবিষ্যৎ সরকারকে শূন্য থেকে শুরু করতে না হয়।’

তিনি আরও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক। নদী ব্যবস্থাপনার পাশাপাশি স্বাস্থ্য খাতেও চীন বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে—যার একটি উদাহরণ বড় হাসপাতাল নির্মাণে তাদের আগ্রহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved