নিজস্ব প্রতিবেদক:
মে দিবসের চেতনা হারিয়ে যেতে দেব না এক হও এক হও মালিক শ্রমিক এক হও।
নানা কর্মসূচিতে গাজীপুর পালিত হল মহান মে দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ মে দিবসের চেতনা হারিয়ে যেতে দেব না।
শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা এই দিবসটি পালন করছে শ্রমিক ও বিভিন্ন ফেডারেশন নেতারা । পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে।
দিবসটি উপলক্ষে গাজীপুর মহানগর বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর কমিটি
সমাবেশ’ শ্রমিক দল যোগদান করেন।
আজ দুপুর ২টায় গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা বড় মসজিদ প্রাঙ্গণ সামনে অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ শ্রমিক দলের সমাবেশে প্রধান উদ্যোক্তা হিসেবে মোঃ শফিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, সভাপতি, গাজীপুর মহানগর কমিটি বক্তব্য রাখবেন। তিনি বলেন শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রশ্নে এক চুল সার দেওয়া হবে না বলে জানান, ও শ্রমিক হল বাংলাদেশের সম্পদ দয়া করে তাদেরকে কোন দলের লোক বানাবেন না তিনি বলেন আমরা শ্রমিক শ্রেণী আমাদের কোন দলীয় রাজনীতি করি না আমরা খেয়ে পড়ে বেঁচে থাকলে আমরা খুশি। তাই আমি বলছি যে সকল গার্মেন্টস শ্রমিক মালিকরা গার্মেন্টস বন্ধ করে দেশের বাইরে পাড়ি দিয়েছেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের ফেরত এনে শ্রমিকদের পাওনা বেতন আদায়ের পরিশোধের কথা বলেন সরকারকে। যদি সরকার কোনোভাবে ব্যবস্থা না করে আর যে সকল কারখানা মালিক বে আইনি ভাবে কারখানা বন্ধ করেছে তাদের বিরুদ্ধে শ্রমিক এবং ফেডারেশনের লোকেরা আন্দোলন করতে বাধ্য হবে
এছাড়া দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব)
সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর/
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গাজীপুর মহানগর। ও দলের অন্যান্য নেতাকর্মী শ্রমিক দিনমজুর উপস্থিত ছিলেন গাজীপুর সহ আশেপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এ সমাবেশে অংশ গ্রহণ করেন।