পর্ব- ০২
বিশেষ প্রতিনিধ ঃ গিয়াস উদ্দিন আহমেদ রানা
রাষ্ট্রীয় সম্পদ এদেশের সবার সে সম্পর্কে রক্ষা করা দায়িত্ব আমাদের সবার শুধুমাত্র এদেশের সরকার বা সরকারি কর্মকর্তাদের রক্ষা করার দায়িত্ব তা নয় কিন্তু রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এদেশের সমস্ত জনগণের আসুন দেখি রাষ্ট্রীয় সম্পদ কি কি এক নাম্বারে রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে জ্বালানি পূর্ণ যাকে আমরা তেল বা গ্যাস বলে থাকি দুই নাম্বার হচ্ছে বিদ্যুৎ তিন নাম্বারে বন বিভাগ আরো অনেক সম্পদ আছে। এক নাম্বারে সম্পদ জ্বালানি নিয়ে আমাদের গণমাধ্যম কর্মী কিছু তথ্য সংগ্রহ করেন। গাজীপুর জেলায় প্রতি মাসে ৩ শত ১৭ কোটি ১০ লক্ষ টাকার অধিক চুরি হচ্ছে জ্বালানি গ্যাস থেকে একটি জেলায় যদি এত টাকার সম্পদ চুরি হয় তাহলে ভাবুন বাকি জেলাগুলোর কি অবস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড । গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে আমাদের গণমাধ্যম কর্মী গোপন সূত্র তথ্য সংগ্রহ করেন যার ফলে জানা যায় গাজীপুর মহানগরের একটি ওয়ার্ডের তথ্য দিয়েছেন আজ ৩৩ নং ওয়ার্ড পশ্চিম কলেশ্বর কামারজুরি রোড সেই ওয়ার্ডের অধিকাংশ তিতাস গ্যাস আবাসিক বৈধ লাইন থেকে অবৈধ ভাবে ব্যবহার করছেন তিতাস গ্যাস যাহার হিসাব করিয়া দেখা যায় প্রায় ১৫০০ চুলো ব্যবহার করিতেছে পূর্ব ও উত্তর কমলেশ্বর দেখা যায় প্রায় দুই থেকে তিন হাজার অতিরক্ত চুলা ব্যবহার করছেন ।
আরো আছে উত্তর ও দক্ষিণ খাইলকুর বৈধ ভাবে তিতাস গ্যাসের চেয়েও অবৈধ ভাবে বেশি সংযোগ আছে অবৈধ সংযোগের কোন সমাধান খুঁজে পাইনি বলো জানা যায় এ ব্যাপারে কিছু স্থানীয় বাড়িওয়ালাদের সাথে কথা বলে জানা যায়। বেশ কয়েকজন বাড়িওয়ালাদের সাথে কথা বললে তারা বলেন আমাদের কোন দোষ নাই যে দেশের সরকারি চুরি করে অন্য দেশে গ্যাস পাচার করেন সে দেশের মানুষ একটু আখটু চুরি করলে কি হয়। আমাদের তো বৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার করিতে চাই কিন্তু বৈধভাবে কোন সংযোগ বা গ্যাস দিচ্ছেন না এর কারণে আমাদের ইকটু না বলে ব্যবহার করছি। আমাদের গণমাধ্যম কর্ম আরো জানতে পারেন চোরাই ভাবে গ্যাস সংযোগ দিয়েছেন এর ব্যাপারে ও কথা বলে জানা যায় এই সংযোগ গুলো তিতাস গ্যাসের কোম্পানির কর্মকর্তা রায় দিয়েছে সেই কর্মকর্তাদের নাম ও পরিচয় জানতে চাইলে অনেকেই মুখ লুকিয়ে চলে যান তাদের নাম পরিচয় না দিয়েই অনেক বাড়ির মালিক চলে যান আমাদের গণমাধ্যম কর্মী আরো কিছু তথ্যের জন্য সাধারণ জনগণের কাছে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে সেই মহান ব্যক্তিদের নাম ১ নাম্বারে রয়েছেন সোলেমান মুন্সী ও ২ নাম্বারে তার ছেলে এই তিতাস গ্যাস লাইনের সংযোগ গুলি দিয়েছেন এ ব্যাপারে সোলেমান মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন তিতাস গ্যাস অফিসে গিয়ে খবর নেন আমি যতটি গ্যাস সংযোগ দিয়েছি তা সবই তারা জানে এবং মাস গেলে তাদের হাতে অবৈধ সংযোগের কিছু টাকা তুলে দেওয়া হয় এ ব্যাপারে আমাদের গণমাধ্যম কর্মী তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কে জিজ্ঞাসা করলে তিনি আমাদের গণমাধ্যমে কর্মীদের কথায় এড়িয়ে যান তিনি কোন কথা বলতে রাজি নন কারণ তিনি এখানে নতুন বদলি হয়ে এসেছেন তাই তিনি এ ব্যাপারে কিছুই জানেন না যা জানার আগে যে এখানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি জানেন। তিনি আরো বলেন আমার জানা মতে এখানে কোন টাকা পয়সা অবৈধ ভাবে গ্যাস সংযোগ থেকে কেউ উপার্জন করছেন না এর কারণ জানতে চাইলে তিনি বলেন এখানে এখন যাদের দেখছেন তারা সবাই প্রায়ই নতুন তাই এখানে অবৈধ গ্যাস থেকে উপার্জন করার মতন কাউকেই পাবেন না আপনারা যার কাছ থেকে শুনে এসেছেন সে এই দেশের শত্রু ও জাতির শত্রু আমরা তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারি কারণ তিনি যেহেতু রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিক্রি করছেন সেই রাষ্ট্রীয় চোর কে যেকোনো মূল্য আমরা আইনের আওতায় আনবো আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সবাই আমাদের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অতি আপন জন কারণ আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি কোন এলাকায় ও মহল্লায় অবৈধ সংযোগ গুলি আছে তাই আপনাদের ধন্যবাদ আপনারা আমাদের কাজে সহযোগিতা করার জন্য তখন আমাদের গণমাধ্যম কর্মী বলেন এটা আমাদের দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ বাঁচলে এ দেশের মানুষ সচ্ছল হতে পারবে তা না হলে রাষ্ট্রীয় সম্পদ যে হার চুরি হচ্ছে তাতে শুধু এই দেশের সরকারের ক্ষতি তা নয় পুরো এদেশের ও ক্ষতি এদেশের উন্নয়নের ধারা গুলো আসে রাষ্ট্রীয় সম্পদের মাধ্যমে তাই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য শুধু রাষ্ট্রের সরকারের দায়িত্ব তা নয় দায়িত্ব এই দেশের সবারই এদেশের সম্পদ বাঁচলে এদেশের উন্নয়নও বাড়বে বলে আমরা মনে করি তাই আমরা সবাই দেশকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসি যারা চুরি করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে সেই সব চোরদের আমরা আইনের আওতায় আনতে সহায়তা করি। আমরা যেন গর্বের সাথে বলতে পারি আমার দেশ আমার অহংকার আমি গর্বিত আমি বাঙালী।