1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
Title :
মিরপুরের শেওড়াপাড়ায় আপন ভাগ্নের হাতে খুন হন দুই বোন চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা কৈমারী ইউনিয়নের বালাপাড়া দেবীর ডাঙ্গায় সরকারি খাস জমি কেটে বালু উত্তোলনের মহা উৎসব রূপগঞ্জে গাড়ি চালকদের অসুস্থ্য প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে মিঠাপুকুরে বালি চাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার, আটক-১ চরভদ্রাসনে একি এলাকায় পরপর দুইদিন তালা ভেঙে দুর্ধর্ষ চুরি,অর্থসহ স্বর্ণ অলংকার লুট আওয়ামী লীগ নিষিদ্ধ হাওয়ায় নীলফামারী জেলা গনঅধিকার পরিষদের আনন্দ মিছিল সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৯মে রোজ সোমবার জলঢাকায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের গণসংর্বধনা অনুষ্ঠান উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত সাভারের ভাকুর্তা ইউনিয়নে গড়ে উঠেছে গাড়ির পরিত্যক্ত টায়ার পুরানোর অবৈধ কারখানা

রূপগঞ্জে গাড়ি চালকদের অসুস্থ্য প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস সড়কসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অভ্যন্তরিণ সড়কে ট্রাকসহ যানবাহনের চালকদের অসুস্থ্য প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে। তাতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। ঘটছে প্রাণহানী। আহতরা পঙ্গুত্ব নিয়ে জীবন-যাপন করছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা, শারীরিক-মানসিক অসুস্থ্যতা, বেতন ও কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতিতে যানবাহন চলাচল, তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জণসাধারনের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং গণপরিবহন খাদে চাঁদাবাজি দুর্ঘটনা ও যানজটের প্রদান কারন। সড়কে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার না থাকায়ও দুর্ঘটনা ঘটছে। রাস্তায় চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতায়ও ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা।
সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচলেও যানজট সৃষ্টি হচ্ছে। সড়ক দুর্ঘটনা ও বায়ু দূষণ দুই ক্ষেত্রেই ফিটনেসবিহীন গাড়ি দায়ী। ঈদ আসলেই ভাঙ্গাচুড়া, ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় ও পুরনো পরিবহনের মেরামত কাজ চলে। পরিবহনে রং দিয়ে নতুন করে সাজানো হয়। এসব দিয়েই চলছে পরিবহন খাত। চলাচলে অনুপযোগী পরিবহন দুর্ঘটনার ঝুঁকি যেমন বেড়ে যায়, আবার সড়কের মাঝে বিকল হয়ে পড়ায় অসহনীয় যানজটের দুর্বিসহ ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
মেঘলা পরিবহনের হেলপাল রাকিবুল আলম বলেন, যাত্রীরা এখন সৌখিন। রং না করলে বাসে কেউ উঠতে চায় না। তাই রং দিয়ে গাড়ি ঝঁকঝকে করা হয়।
নরসিংদীগামী বাসের যাত্রী সাইদুর রহমান বলেন, সাময়িক মুনাফার লোভে ফিটনেসবিহীন যানবাহন মেরামত আর রং লাগিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ বিষয়ে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ভুলতা গাউছিয়া এলাকার এনজিও কর্মী জয়নাল আবেদীন বলেন, চালকদের সচেতন করে তুলতে হবে। ট্রাফিক আইন মানার প্রবণতা সৃষ্টি করতে হবে। দুর্ঘটনা বন্ধে রাস্তায় অসম ও অসুস্থ্য প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তবেই দুর্ঘটনা ও প্রাণহানী কমে আসবে।
মুড়াপাড়া বানিয়াদী এলাকার কামাল হোসেন বলেন, পঙ্গত্ব নিয়ে কে বাঁচতে চায়। তবুও আজ ভয় হয় রাস্তায় চলতে। সড়কে গাড়ি চালকদের অসুস্থ প্রতিযোগিতায় ঘটছে দুর্ঘটনা। তাতে বেড়েই চলছে প্রাণহানী।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান আছে। অভিযুক্ত গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং