মোঃ আল আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া দেবীর ডাঙ্গায় নামক এলাকায় রয়েছে সরকারের প্রায় ২০ থেকে, ২৫ একর খাস আমি সেখানে আবার রয়েছে সরকারের দোয়া গরিব অসহায়দের জন্য সরকারি গুচ্ছগ্রাম। কিন্তু বসতবাড়ির ফাঁকে ফাঁকে যেটুক জায়গা করে পড়ে আছে সেখানে আবার গভীরতা খনন করে, অবৈধ বোমা মেশিন লাগিয়ে দিনের আলোতে, রাতের আঁধারে বালু তুলে সেটি আবার ডাকের মাধ্যমের মত করে বিক্রি। কিন্তু এ বিষয়ে জানেন না উপজেলা নির্বাহী অফিসার, কিন্তু বিষয়টি নিয়ে অবগত করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, বলে জানা গেছে এলাকাবাসীদের কাছ থেকে। কিন্তু বিষয়টি চোখে পড়ার মত ঘটনাস্থলে দৈনিক বিডি ক্রাইম টাইমসের একটি টিম গেলে ঘটনাস্থল থেকে সরে যান বালু সিন্ডিকেটের মূল হোতা ইমরুল ইসলাম সহ আরো অনেকেই। কিন্তু ভিডিও চিত্র দেখা যায় যেভাবে একাধিক গভীরতা পুকুর খনন করে বালুগুলো বিক্রি করে দেয় বিভিন্ন জায়গায় সেই পুকুরে যদি বসবাসরিত যেকোনো পরিবারের আট বছরের নিচে সন্তান পড়ে যায় সে আর বেঁচে ফিরে আসতে পারবে না ওই পুকুর থেকে। এমন ভয়ানক ফাঁদ পেতে রেখেছেন ইমরুল ইসলাম,(৪৫) তার সঙ্গী হিসেবে গণমাধ্যম কর্মীদের কাছে নাম উঠে আসে বল্টু মিয়া, (৪০) অজ্ঞাত ব্যক্তি আরো অনেকেই। কিন্তু এ বিষয়ে থেকে যায় এমন তাদের ক্ষমতার জোর তাদেরকে এখনো দমিয়ে রাখা যায় না, নিত্য নতুন করে বোমা মেশিন লাগিয়ে বালু তুলে বিক্রি করা দৃশ্য চোখ পড়লেই দেখা যায়। সচেতন মহল বলতেছেন যে তাদের অনেক ক্ষমতা তাদের কাছে কোন প্রশাসন, কেউ তাদের সাথে পরে উঠতে পারবে না। এ কথা থেকেই যায় কেনো এ কথা বলেন সচেতন মহলসহ ওই এলাকাবাসী। এলাকাবাসীর প্রাণের দাবি আমাদের রক্ষা করুন এই ভুমি দস্যদের কাজ থেকে। জলঢাকা কৈমারী বালাপাড়া নীলফামারী।