1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে স্বামীর হাতে স্ত্রী খুন। আসামী কে আটক করেছে থানা পুলিশ চুড়ান্ত নির্বাচন প্রস্তুতি নিয়ে তিন বাহিনীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কুয়াকাটা প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরগুনায় এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত ১,৮০০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌতুক না পেয়ে স্বামী কর্তৃক স্ত্রীকে মারধর; রক্তাক্ত অবস্থায় হাসপাতালে  তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ আসন্ন নির্বাচনে নেত্রকোণা-৩ দাঁড়িপাল্লার প্রার্থী -অধ্যাপক খায়রুল কবীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে ১০৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় বত্রিশ লক্ষ টাকাসহ মূল হোতা মোঃ বিল্লাল হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব কাতার- আসবে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক

বাউফলে দুর্ধর্ষ ডাকাতি করে পালানোর সময় জনতার গণপিটুনি একজন নিহত একজন আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭৯ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে ডাকাতির পর পালাতে গিয়ে স্থানীয় জনতার পিটুনিতে এক ডাকাত নিহত ও এক ডাকাত আহত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত গভীর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম মো. উজ্জল মোল্লা (৩২), তিনি কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক মোল্লার ছেলে। আর আহত অন্য ডাকাত মো. রাজিব হোসেন (৩০), মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে। তাঁর বাবার নাম মো. ছত্তার জোমাদ্দার।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে একদল ডাকাত আদাবাড়িয়া এলাকার বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা বাসার লোকজনকে মারধর করে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতদের হামলায় বাড়ির লোকজন আহত হন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করে পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দুজনকে স্থানীয় লোকজন পিটুনি দেন। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved