আমতলী প্রতিনিধি:
আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আল-মামুন শিকদার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ১১/০৯/২০২৫খ্রিঃ তারিখ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা কালে দেওয়ান জগলুল হাসান, অফিসার ইনচার্জ আমতলী থানার নেতৃত্বে রঞ্জিত কুমার সরকার, ইনচার্জ গাজীপুর ফাঁড়ি এসআই আবু হানিফ, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে গাজীপুর টু সাহেব বাড়ি রাস্তার উপর থেকে ধৃত আসামীঃ ১। মো: আমিরুল মাদবর (৩৫)পিতা- মস্তফা মাদবর সাং- কাঠালিয়া ৪ নং ওয়ার্ড, এ/পি- গাজীপুর ৯ নং ওয়ার্ড থানা-আমতলী জেলা-বরগুনাকে ০৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।