
মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসায় ফাজিল (স্নাতক) তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস বিষয় পরীক্ষা চলাকালীন সময়ে অসাদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো.রোকনুজ্জামান খান।
বহিস্কৃত পরীক্ষার্থীরা হলেন—জাকারিয়া,
জান্নাতি, তানিয়া, মাহফুজা, তানিয়া, সাদিয়া, জুলেখা, রুমা, লামিয়া।
পরীক্ষার হলে দায়িত্বে থাকা উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলেটেটর মো.মাঈনুল ইসলাম জানান,অসাদুপায়ে অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষও কেন্দ্র সচিব মাওলানা মো. ইউনুছ হাওলাদার মুঠোফোনে বলেন,৯পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময় নকল করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মো.রোকনুজ্জামান খান ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করেন।