ইত্তিজা হাসান মনির
বরগুনায় ঘুষ বানিজ ছাড়াই চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষে শনিবার সন্ধ্যায় বরগুনার পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম ২২জনের নাম ঘোষণা করেন। এবারের পুলিশ কনস্ট্রেবল পরীক্ষায় ৯৯২জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। ৯৯২ জনের মধ্যে ২৪৯জনকে প্রাথমিক ভাবে বাছাই করা হয়। এদের মধ্যে ২৪১জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৭০জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
উত্তীর্ণদের মধ্যে পুরুষ সাধারণ কোঠায় ১২জন, মুক্তিযোদ্ধা কোটায় ৪জন, পোষ্য কোটায় ২জন এবং ক্ষুদ্র কোটায় ১জন মোট ১৯জন পুরুষ নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে সাধারণ কোটায় ২জন এবং পোষ্য কোটায় ১জন মোট ৩জন নারীকে নিয়োগ প্রদান করা হয়েছে।
কোন রকম ঘুষ দূর্নীতি ছাড়া সকল নিয়োগ সম্পুর্ন হওয়ায় অধিক যোগ্যতম ও মেধাবীরা চাকরীতে জয়েন্ট করতে পেরেছেন বলে মনে করেন বরগুনা সাধারন মানুষ।
এ ব্যাপারে বরগুনার পুলিশ সুপার বলেন একশ পাসেন্ট সচ্ছতার সাথে নিয়োগ সম্পুর্ন করা হয়েছে কোন রকম ঘুষ দূর্নীতি করা হয়নি।