এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
অবশেষে সেই অজ্ঞাত নারী সিমা বেগমের লাশ শনাক্তের পর স্বামীর হাতে খুন মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাতুব্বর কে গ্রেফতারের প্রায় একবছর পর অন্যতম আসামি সহযোগী রফিক ওরফে শেরস্বর কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার একটি চৌকস টিমের সহায়তা নিয়ে গত শুক্রবার ৭ অক্টোবর-২০২২ ইং সালের রাতে মানিকগজ্ঞের শিবালয় থানার সাকরাইল এলাকা থেকে প্রধান আসামি স্বামী রাসেল মাতুব্বর (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের বাসিন্দা জালাল মাতুব্বর এর ছেলে। আর নিহত সিমা বেগম ছিল তার স্ত্রী।
ওইসময় স্ত্রী সিমাকে খুন করতে স্বামী রাসেল মাতুব্বর কে সহযোগী হিসেবে কাজ করেন রফিক ওরফে শেরস্বর। স্বামী রাসেল মাতুব্বর বিজ্ঞ আদালতে এমন জবানবন্দি দিলে তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ২৩ জুলাই-২০২৩ ইং উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামের রফিক ওরফে শেরস্বর কে কক্সবাজারের রামু থানার বাইপাশ মোড় থেকে গ্রেফতার করা হয়।
পরেরদিন ২৪ জুলাই-২০২৩ ইং বাউফল থানায় নিয়ে আসা পূর্বক ২৫ জুলাই-২০২৩ ইং বিজ্ঞ আদালতে উপস্থিত করলে সে ওই খুনের সাথে জরিত ছিল মর্মে স্বীকারউক্তি মূলক জবানবন্দি দেন।
ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে ওই সহযোগী আসামি রফিক ওরফে শেরস্বর পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত বছরের সোমবার ৩ অক্টোবর-২০২২ ইং বিকেল ৪ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারাইনপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার সিঁড়ির ঘর থেকে অজ্ঞাত পরিচয়ে বাউফল থানা পুলিশ একটি নারীর লাশ উদ্ধার করেন। পরে থানা পুলিশের প্রচেষ্টায় ওই নারীর লাশ তার আত্মীয় স্বজনরা ঢাকা থেকে এসে শনাক্ত করেন। এবং পরের দিন মঙ্গলবার সিমার মা বাদী হয়ে বাউফল থানায় স্বামী রাসেল মাতুব্বরকে প্রধান আসামি করে আরও ৫/৬ জনের বিরুদ্ধে অজ্ঞাত নামা একটি হত্যা মামলা করেন।