শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার
কাউনিয়া পুলিশ কর্তৃক ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ ফরহাদুল ইসলাম (৩০), লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গুটিরগৌর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
কাউনিয়া-ঢাকাগামী মহাসড়কের উপর রাত্রী অনুমানিক ২২টা ৪৫ মিনিটে কাউনিয়া থানার একটি টিম মীরবাগ বাজার এলাকায় ঢাকাগামী আনাস এন্টার প্রাইজ (বাস) তল্লাশী করে বাসের লকারে থাকা একটি চটের বস্তার ভিতর থেকে ০৪ টি টুপলায় ২৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করে।
এসময় ০১টি মোবাইল ফোন জব্দ করে। জানা গেছে এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ ও করা হয়েছে।