1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
Title :
বরগুনায় শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড   নির্বাচন কমিশনের অদক্ষতার ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখা দিতে পারে চরম ভোটার সংকট! ধামরাইয়ে অবৈধ ইটভাটা অভিযান ১৫ লক্ষ টাকা জরিমানা বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল  বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি ১-১২ তম নিবন্ধন ধারীদের দ্রুত নিয়োগ ব্যবস্থা না করলে দেশে আবারও ৫ আগষ্ট আসবে বিল্ডিং কোড না মেনে শিল্পকারখানা ও ঘরবাড়ি নির্মাণ অব্যাহত রূপগঞ্জে ভূমিকম্পে ঝুঁকিতে ভবন, ধস ও প্রাণহানীর আশঙ্কা সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত বরগুনায় দুর্বর গার্লস লেট ক্লাইমেট সলিউশন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিন এর যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ Time View

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি:

নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আল আমিন। তিনি সোমবার সকালে বিদায়ী ইউএনও মমতাজ বেগম এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, বিদায়ী ইউএনও মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু,
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে নবাগত ইউএনও বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, সাধারণ মানুষ যাতে কাঙ্খিত সেবা পায় এ লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেন।

উল্লেখ্য, মুহাম্মদ আল আমিন ২০১৭ সালে বিসিএস ৩৫ তম ব্যাচের প্রশাসনের সরকারি কর্মকর্তা হিসেবে প্রথমে সহকারী কমিশনার ভূমি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।এরপর তিনি ফরিদপুর ডিসি অফিস। ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর সদর, টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বশেষ খুলনা ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ আগস্ট তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।ইউএনও মোহাম্মদ আল আমিন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ – সখিপুর থানার মাধুরীসরকার কান্দি গ্রামের কৃতি সন্তান।
ব্যক্তিগত জীবনে নবাগত ইউএনও’র পিতা অবঃপাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং মা গৃহিণী। উল্লেখ্য, বিদায়ী ইউএনও মমতাজ বেগম কে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved