মোছাঃ শারমিন আক্তার স্টাফ রিপোর্টারঃ
গতকাল রোববার বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের হামুছাগাড়ী নামক পুকুরে রাতে কে বা কাহারা শক্রতামূলক ভাবে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বীরকেদার খারচকপাড়া গ্রামের মৃত ফজলাল রহমান খান ধলুর পুত্র মৎস্যচাষী খোকন বীরকেদার মৌজার ২৪৯০ দাগে ১ একর ৭ শতক নিজস্ব উক্ত পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।
মৎস্যচাষী খোকন জানান, পূর্ব শক্রতার জের ধরে আমার চাষকৃত পুকুরে বিষ প্রয়োগে করে বিভিন্ন প্রজাতির প্রায় ২৪/২৫ মণ মাছ নিধন করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পুকুরে বিষ প্রয়োগের ঘটনার বিষয়ে সরেজমিনে তদন্তের জন্য সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী এর বরাবরে আবেদন করেছেন মৎস্যচাষী খোকনএ ঘটনার জন্য থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা যায়।