এস এম আকাশ>স্টাফ রিপোর্টার ৩০-০৮-২০২৩ ইংরেজি
বান্দরবানের লামায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে যুবককে বেধর মারধর করে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। ২১-আগষ্ট-২০২৩ সোমবার, আনুমানিক ১২ ঘটিকার সময় লামা পৌরসভার নয়াপাড়া (২নং ওয়ার্ডের) আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
সরেজমিন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লামা পৌরসভার ২ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় পূর্বশত্রুতায় জায়গা বিরোধের জের ধরে শাহাব উদদীন (৪৪) কে বেধর মারধর করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এই হামলায় তার স্ত্রীও আহত হয়েছে। এসময় পাশের স্কুলের শিক্ষক ও এনজিও-র লোক উপস্থিত ছিলেন। এই ঘটনার ভিডিও ফুটেজ সহ যথেষ্ট প্রমাণ রয়েছে।
গত ৬৫ বছর ধরে মোঃ সাহাব উদ্দীন (৪৪) পিতা মৃত জাফর আলম পরিবার বসতবাড়ি নিয়ে ৫ (পাঁচ) শতক জায়গা ভোগ দখলে আছেন। এটি বন্দোবস্তি মূলে মৃত জাফর আলম বাবা ওয়াজ উদ্দীন এর নামে তার ৪ ছেলে ও ৫ মেয়ে। এর মধ্যে জাফর আলম মারা যান। তার ছেলে সন্তানরা (আহত) পুরাতন বাড়ি ঘর নিয়ে বসবাস করছেন। পাশাপাশি ৩ ভাইয়ের পরিবারের বসবাস। পাশে থাকা এক ফুফু বলেন, আমাদের এ জায়গা নিয়ে কোন দাবী নাই। তবুও তারা ভাল থাকুক।
আহত মোঃ শাহাব উদদীন জানান, আমার চাচা বাহাদুর মিয়ার কুটকৌশলের আমাদের পরিবারকে উচ্ছেদ করা জন্য আমাদের উপর বার বার হামলা করছে তারা। এগুলো আমার দাদার সূত্রে পাওয়া পিতার জায়গায় বসবাস করছি। এটির আদালতে মামলাও রয়েছে।
সর্বশেষ গত ২১ আগষ্ট আমার বাক প্রতিবন্ধী চাচা জয়নাল আবেদীন বুবা (৫২) ঐদিন কারিতাস এর কয়েকজন লোক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর সার্ভে করতে আসে, আমার বাড়ি পাশে আসলে কিছু বুঝে ওঠার আগে হঠাৎ অতর্কিতভাবে
আমার উপর জায়নাল আবেদীন কিল ঘুষি,লাথি ও তুলে মাটি ও শক্ত পিলার উপর পাছায় মারে আমি কোমরে,মেরুদণ্ডসহ শরীরের কয়েকটি জায়গায় আঘাতপ্রাপ্ত ও গুরুতর জখম হই।
এমতাবস্থায় আমি চকরিয়ায় হাসপাতালে প্রায় ৫ দিন চিকিৎসা নিয়ে এখন বাড়িতে আসি। আমি এখনও অসুস্থ। এর আগেও তিন চারবার আমার চাচা বাহাদুর ও তার ছেলেরা আমার ও স্ত্রীকে আক্রমণ করেন। অসুস্থ থাকায় এর জন্য আমি সবাইকে জানাতে দেরী হয়।
সে আরও জানান, হামলাকারী জয়নাল আবেদীন বুবা (৫২) ও তার বড় ভাই বাহাদুর মিয়ার কুটকৌশলে এই ধরনের ঘটনা
করছে বার বার। আহত হয়ে অসহায় শাহাব উদদীন পাঁচ দিন হাসপাতালে ছিল এবং এখনও পরিপূর্ণ সুস্থ হয় নাই। তিনি আরো জানান, তারা আমার রান্না ঘরের লাগোয়া গোয়ালঘর নিমার্ণ করে পরিবেশ দূষণ করছে প্রতিনিয়ত। বর্তমানে জানমাল নিয়ে আমার পরিবার নিরাপত্তাহীন আছেন।
অভিযুক্ত বাহাদুর মিয়া জানান, এখানে আমি গোয়ালঘর না করলে কোথায় করব। এগুলো আমাদের জায়গা।
এ বিষয়ে লামা পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ হোসেন বাদশা জানান, জায়গা নিয়ে বিরোধ থাকতে পারে।
তবে এভাবে মারধর করা উচিত হয়নি। বিষয়টি সামাজিকভাবে বসে মীমাংসা করার ও আশ্বাস দার তিনি।
এদিকে জয়নাল আবেদীনের স্ত্রী শাহ জাহানাজ জানান, আমার স্বামীর অত্যাচার আমরাও অতিষ্ঠ। আমাকে অনেকবার বেধর মারপিট করে হাত ভেঙে দিয়েছে। এমত অবস্থায়
মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষে কামনা করছি।