নিজস্ব প্রতিবেদক:
শাহবাগে শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বাদীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে মামলার আসামি ডাঃ দেলোয়ারা বেগম ও তার স্বামী জিয়াউল হকের নামে।
গৃহকর্মী নির্যাতনের শিকার সাবিনার মা মামলার বাদী নাজমা আক্তার বলেন,মামলার আসামি (১) ডাঃ দেলোয়ারা জামিনে থাকা অবস্থায় মামলার ২ নাম্বার আসামি স্বামী জিয়াউল হক ১ নং আসামির ফোন ব্যবহার করে ভুক্তভোগীর মা ( নাজমা ) কে মামলা তুলে নিতে হুমকি দিয়েছে। এমনকি মামলা তুলে না নিলে দেখে নেওয়া ও প্রাণ নাশের হুমকি দিয়েছে আসমি পক্ষ।
এ বিষয়ে মামলার প্রধান ও ১ নং আসামি ডাঃ দেলোয়ারা বেগম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য না দিয়ে ফোন কেটে দিলে এর পর একাধিক বার ফোন করলে ও তিনি আর ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য,রাজধানীর শাহবাগে ডা: দেলোয়ারা বেগম (৪০) ১জি ২ ওরিয়েন্টাল পরিবাগ, শাহবাগের বাসায় শিশু গৃহকর্মী সাবিনা আক্তার (১২) কে নির্যাতনের অভিযোগ করে ২-১-২২ ইং শাহবাগ থানায় মামলা নং ২ তাং ২/১/২২ ইং ধারায় শিশু আইন ২০১৩ এর ৭০/৮০(১) ধারায় মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগীর মা নাজমা আক্তার।
মামলার বাদী নাজমা আক্তার প্রাণ নাশের হুমকি পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (৬৮০তাং ১৩/৭/২৩ )করেন