মোছাঃ শারমিন আক্তার বগুড়া জেলা প্রতিনিধিঃ
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার-উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে স্থানীয় সরকার দিবস পালনের লক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন করা হয়েছে।
(১৭ সেপ্টেম্বর) রবিবার বিকেল ৩ ঘটিকায় বর্নাঢ্য শোভাযাত্রা শেষ উপজেলা চত্বরে অনুষ্ঠিত উন্নয়ন মেলার ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উদ্ধোধন করেন আদমদিঘী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও সাংবাদিক সহ প্রমুখ।
মেলায় উপজেলা উপজেলার বিভিন্ন দপ্তর, সকল ইউনিয়ন পরিষদ স্টল স্থাপন করেন। পরে মেলা চত্ত্বরে কৌতুক শিল্পী দয়াল বাবার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।