নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর সদরে কামারকোনা এলাকায় কামারকোনা ভূঁইয়া বাড়ির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১০:০০ ঘটিকায় কামারকোনা ভূঁইয়া বাড়ির ডক্টর’স চেম্বারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার শামিম ভূঁইয়ার সঞ্চালনায় ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আব্দুল মুক্তাদির ভূঞা (বাচ্চু)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন,১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হাসান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার আহমেদ ইমরান, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন মাস্টার,শারমিন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহম্মেদ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসে রোগীরা ফ্রিতে সেবা পাচ্ছেন এই ডক্টর’স চেম্বারে।