আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি
আজ ২৪ শে সেপ্টেম্বর সোমবার সকালে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৪ ও ২৫ ই সেপ্টেম্বর দুই দিন ব্যাপী মৌলিক প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা চলবে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। উক্ত কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো: সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক (ইন্সট্রাক্ট ইংরেজি) এস এম মোস্তাফিজুর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর ফার্ম মেশিনারি মো: দেলোয়ার হোসেন, ইন্সট্রাক্টর পদার্থ মাহাবুব আলম, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আফসানা খাতুন মনি, বিষ্ণু দে মন্ডল ও আবির হাসান আশিক সহ অনেকে। এ সময় ২ দিনে ৫২ জন ছাত্র ও ছাত্রীদের কে মৌলিক প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন প্রদান করবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি।