এম আকন্দ (বিশেষ প্রতিনিধি)
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোসিংগা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক আক্তার হোসেন আকন্দের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মশিউর রহমান খান টিটু। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী গোসিংগা ইউনিয়নের মেরিনা স্পোর্টস ভিলেজে উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে সকাল ৯ টা থেকে মেরিনা স্পোর্টস ভিলেজে জড়ো হতে থাকে বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, ইনশাল্লাহ আমাদের সকলের মনের আশা খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ হবে। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সময়ের মধ্যে জনগণের মধ্যে ফিরে আসবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মোড়ল , মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি শামীম মোড়ল, গোসিংগা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নাসির উদ্দিন মোড়ল, শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ শাফায়েত উদ্দিন আকন্দ, বর্মী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ সরকার, শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব মাইদুল ইসলাম খান সজিব, যুগ্ন আহবায়ক সুমন আকন্দ, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত, পেয়ার আলী কলেজ ছাত্রদলেএ আহ্বায় মাসুম আহমেদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ন আহবায়ক আজিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক বাপ্পি সরকার, যুগ্ন আহবায়ক ইসমাইল প্রধান, গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক রাকিব মোড়ল, গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোমেন আকন্দ, সাধারণ সম্পাদক সিয়াম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক তাহসিন আকন্দ, মাওনা ইউনিয়ন ছাত্রদের সভাপতি মিথিন মিয়া, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদের সভাপতি মাহফুজ সরকার, সাধারণ সম্পাদক সেলিম বন্ধকসি, কাওরাইদ ইউনিয়ন ছাত্রদের সভাপতি জুলফিকার হায়দার রিফাত, বর্মী ইউনিয়ন ছাত্রদল নেতা মুনিম সরকার, আতিকুল ইসলাম ফকির, সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ।