ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে আজ ১০ ই অক্টোবর ২০২৩ তারিখে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় অনুষ্ঠিত হলো মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর সপ্তম (৭ ম) বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে বোয়ালমারী উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” ফরিদপুর জেলার প্রতিটি উপজেলায় সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের অন্যতম একটি উদ্দেশ্য হলো স্বেচ্ছায় রক্তদান। আজকের ব্লাড গ্রুপ ক্যাম্পেইনটি ছিল সংগঠনটির ৭ম ব্লাড গ্রুপ ক্যাম্পেইন।
বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল ও রক্তদানে উপযুক্ত ব্যক্তিকে রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে, সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। আজ নিজের রক্তের গ্রুপ নির্ণয়কারীরা শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, নিজের রক্তের গ্রুপ জানতে পেরে খুবই ভালো লাগছে। এইজন্য মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর বোয়ালমারী উপজেলা শাখাকে ধন্যবাদ জানাচ্ছি।
ব্লাড গ্রুপ নির্ণয় করতে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:- মোঃপারভেজ ইসলাম চন্ঞ্চল, মোঃ রাসেল হোসাইন, মোঃ হাবিবুল্লাহ ইসলাম হাবিব
এনামুল চৌধুরী, নূর মোহাম্মাদ মোল্ল্যা, জুবায়ের আল মাহমুদ (নাঈম), আল-আমিন, জাহিদ মোল্ল্যা, কেয়া আহসান কথা, প্রিয়া আক্তার, রিয়াজুল ইসলাম এবং নূর মোহাম্মদ মোল্লা।