সুমন সাননাল,ক্রাইম রিপোর্টার:
বেকার স্বহায়া দাম বরাদ্দ নিয়ে বৈঠকে বলেছেন,
আজ (০৯/১০/২০২৩) দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে মাননীয় মেয়র ( মন্ত্রী পদমর্যাদা) মো: আতিকুল ইসলাম এর সাথে বেকা’র সন্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল একেএম শাহজাহান (অবঃ) নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট বেকা’র একটি প্রতিনিধি দলের সাথে বেকা’র স্হায়ী ভবন বা অফিস বরাদ্দ করণ নিয়ে এক বৈঠক গুলশান নগরভবনে অনুষ্ঠিত হয়। বেকা’র মহাসচিব লেঃ কর্ণেল আলাউদ্দিন গাজী (অবঃ), সাবেক মহাসচিব এবিএম শফিকুল হক, মুখপাত্র ও যুগ্ম-মহাসচিব মোঃ মাহবুব আলম, আজীবন সদস্য তোতা মিয়া এই প্রতিনিধিদলে ছিলেন। বেকা’র স্হায়ী অফিসে বিষয়ে বিস্তারিত কথা বলে আবেদন গ্রহণ ও কার্যকর ব্যবস্হার আশ্বাস দিয়েছিলেন মেয়র মহোদয় বেশ কয়েকটি অনুষ্ঠানে। বৈঠকে তিনি বেকা’র বর্তমান কার্যক্রম নিয়ে প্রশংসা করেন এবং “বেকা নিউজ বুলেটিন” প্রকাশনা নিয়ে বিভিন্ন তথ্য জেনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিসপ্লে বিজ্ঞাপন প্রচারে আগ্রহ প্রকাশ করেন। আন্তরিকতা ও ভালবাসার বন্ধনে তিনি বেকা’র সাথে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সেবাব্রত কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন। তিনি বেকা’র স্হায়ী অফিসে বিষয় তাঁর অঙ্গিকার প্রতিফলনের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।