নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ফাঁস দিয়ে শিতল সাহা (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে কটিয়াদী পৌর সদরের কটিয়াদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
শিতল সাহা একই এলাকার দীলিপ কুমার সাহার ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত ও মানসিকভাবে চিন্তিত ছিলেন। বুধবার সকালে তার নিজ ঘরের সিলিংয়ের সাথে মৃত অবস্থায় ঝুলতে দেখে তাকে উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং ময়নাতদন্তের কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।