তোফায়েল আহমেদ, ধামরাই উপজেলা প্রতিনিধি
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গত ২৮ অক্টোবর ২০২৩ ইং সমাপ্তি হলো ঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবের তৃতীয় দ্বি-বার্ষিক নির্বাচন । টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আদনান হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সবুজ আহমেদ।
শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বেলা ৪টার দিকে নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করেন। রিপোর্টার্স ক্লাবের সর্বমোট ২৭ সদস্য ভোট প্রদান করেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭ ভোট পেয়ে বিজয়ী হন আমাদের নতুন সময় পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি আদনান হোসেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১০ ভোট পেয়ে বাংলা টিভির হুমায়ূন রশিদ পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ আহমেদ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ ভোট পেয়ে পরাজিত হন দ্য এশিয়ান এজের উপজেলা প্রতিনিধি কাজী রাজীব হাসান ।
কার্যকরী সদস্যের পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। ধামরাই টোয়েন্টিফোর অনলাইনের উপজেলা প্রতিনিধি আবু রাসেল ২২ ভোট ও সৃষ্টি নিউজের উপজেলা প্রতিনিধি সুমন আহম্মেদ ২৪ ভোট বিজয় লাভ করেন। অপর প্রার্থী ডেইলি অবজারভারের ধামরাই প্রতিনিধি মো. ওমর ফারুক এই পদে সাত ভোট পেয়ে পরাজিত হন । সহ সভাপতি পদে বাংলাদেশের আলো পত্রিকার ধামরাই প্রতিনিধি, রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদের ধামরাই প্রতিনিধি, মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশের কণ্ঠের ধামরাই প্রতিনিধি, মো. নূর হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের চেতনার ধামরাই প্রতিনিধি, মো. রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমাদের মাতৃভূমির ধামরাই প্রতিনিধি, সাইদ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকার ধামরাই উপজেলা (ক্রাইম) প্রতিনিধি মো. রাসেল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ।
ভোট কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনার ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক মাহমুদ ইকবাল ও অ্যাডভোকেট মিজানুর রহমান। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান জানান শিঘ্রই আনুষ্ঠিকতার মাধ্যমে নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।