ইয়াছিন তালুকদার, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী শীতকালীন পেঁয়াজ ও মুগ আবাদ বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৬১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম ৫ নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি পুর্নবাসন ও বাস্তবায়ন কমিটি শ্রীমঙ্গলের আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাক সর্ম্পকিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মহিউদ্দিন। আলোচনা সভা শেষে ৬১২০ জন কৃষকের মাঝে প্রনোদনার ধান বীজ, সার, সরিষা, ভুট্টা বীজ তুলে দেন অতিথিরা।