ইয়াছিন তালুকদার,শ্রীমঙ্গল উপজেলা
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সহযোগিতায় সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান দুদু মিয়া, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়াল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক দীপংকর ভট্টাচার্য লিটন প্রমুখ।