শরিফুল ইসলাম, মোহনপুর, (রাজশাহী) প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন উপজেলা যুবলীগ। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে র্যালি শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন যুবলীগের নেতাকর্মীরা। মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শাহিন শাহ ও সহ -সভাপতি একরামুল হক বিজয় এর নেতৃত্বে উক্ত র্যালি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা যুবলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বাকশিমইল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মৌগাছি ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, সোহেল রানাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।