1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লাশ নওগাঁর সাপাহার ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও দুই জন আহত বামনায় ৪৬ তম জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ মে থেকে কার্যকর রিয়েল আইডির বাধ্যবাধকতা শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ মে দিবসের চেতনা হারিয়ে যেতে দেব না, সভাপতি মোঃ শফিউল আলম প্রধান নির্বাচন কমিশনার বনাম জাতীয় নির্বাচন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ চব্বিশ জনের প‍্যানেল চাই বাউফলে সেই সংঘর্ষে আহত বৃদ্ধের অবশেষে মৃত্যু কালীগঞ্জে মাদক এবং অবৈধ মাটি কাটা নিষিদ্ধ জমি সংক্রান্ত বিরোধে সাবেক ছাত্রদল নেতা খুন পহেলা মে মহান আন্তর্জাতিক মে দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশে চলছে নির্বাচনী আমেজ, প্রথম দিনে আওয়ামী লীগের ফরম বিক্রি ১০৬৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৪২ Time View

অথই নূরুল আমিন

যারা সারাজীবন বলে আসছে। এটা করো না। ওটা হবে না। এটা ঠিক না। সেটা পারবা না। ওটা বেশিদিন ঠিকবে না। ওরে দিয়ে কিছু আশা করা যায়না।

এই যে” না “একটি শব্দ বাঙালি জাতির একটা অংশের কাছে সবসময় সব কাজে শুনতে পাবেন। এই ধরনের লোক গুলোর মুখে না শব্দ ছাড়া সারাজীবন কখনও হ‍্যাঁ অথবা হ‍া শব্দ তাদের মুখে বলতে কখনও শুনবেন না। এবং জোর করেও বলাতে পারবেন না।

আপনারা খবর নিয়ে দেখুন এই যে না না আর না বলা লোক গুলো। ওদের জীবনেও কিন্তু কোনো উন্নতি দেখবেন না। ওদের উন্নতি হবে কি ভাবে? ওরা তো কোনো বিষয়েই বিশ্বাসী নয়। সারা দেশের তিন ভাগের একভাগ লোকের মুখে শুনবেন। সব কাজে না শব্দ।

প্রিয় পাঠক পাঠিকাগণ। এই যে না বলার বিষয়ে কিছু উদাহরণ দিচ্ছি। ওরা কত বড় অধম একটু লক্ষ্য করুন।
1. না এই বিয়েটা বেশিদিন ঠিকবে না। 2. না এই ছেলেটা পরীক্ষায় পাশ করতে পারবে না। 3. এই বছর ভালো ধান হবে না।4. আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু জীবনেও করতে পারবে না। 5. মেট্টোরেল তো প্রশ্নই আসে না। এরকম অগণিত না না আর না শব্দ গুলো যখন ওদের মুখ থেকে শুনি। তখন মনে হয় ওরা কোনো মানুষের বাচ্চা নয়। হয়তো জীনের বাচ্চা নয়তো কমিনের।

আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে 1064 টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এটা হলো প্রথম দিন। আগামীকাল আরো বাড়বে এই ফরম বিক্রি।এই মনোনয়ন বিক্রি থেকেই বুঝা যায়। সারা দেশ জুড়ে চলছে নির্বাচনী উৎসব। নির্বাচনী আমেজ। গাঁও গেরাম এমনকি উপজেলা জেলা, শহরে বন্দরে চলছে পঞ্চমুখী আলোচনা।
এখানেও কিন্তু ঐ যে না না আর না বলার কিছু লোক আছে। ওরা বলছে না না শেষ পযর্ন্ত আওয়ামী লীগ নির্বাচনটা করতে পারবে না। কয়েকদিনের মধ‍্যেই ঘটবে একটা অঘটনা।
এখানেও না শব্দটা যোগ হলো। সব কাজে যারা না বলে। ওরা কখনও সমাজে বড় মনের লোক হতে পারে না। এখন আমার পক্ষ থেকেও একটি না কথার বিষয় বলছি। ওদের মতো ছোট চিন্তা বা সন্দিহান মনের লোকদের সঙ্গ নিলে। আপনি কি বড় হতে পারবেন? সবার জন্য রইল শুভকামনা। সবার শুভ বুদ্ধি উদয় হোক।অথই নূরুল আমিন।
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং