1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
জলঢাকা কৈমারী ইউনিয়নে অবৈধভাবে সরকারি জমি পুকুর খনন করে বিভিন্ন জায়গায় বালু,মাটি বিক্রির অভিযোগ! বগুলাগাড়ীর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকা মনোয়ারা বেগমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির দায়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত প্রতি মাসে ৩ শত ১৭ কোটি ১০ লক্ষ টাকা চুরি! বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লাশ নওগাঁর সাপাহার ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও দুই জন আহত বামনায় ৪৬ তম জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ মে থেকে কার্যকর রিয়েল আইডির বাধ্যবাধকতা শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ মে দিবসের চেতনা হারিয়ে যেতে দেব না, সভাপতি মোঃ শফিউল আলম প্রধান নির্বাচন কমিশনার বনাম জাতীয় নির্বাচন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ চব্বিশ জনের প‍্যানেল চাই বাউফলে সেই সংঘর্ষে আহত বৃদ্ধের অবশেষে মৃত্যু

ফেনীতে আইন প্রশাসনের হামলায় ও বর্বর আচরনে ভীতগ্রস্থ নিরিহ ব্যক্তির নির্মম মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

আমাদের ফেনীর সংবাদদাতা-

গত ২১শে নভেম্বর ২০২৩ইং মঙ্গলবার রাত আনুমানিক ২৩.১৫/২৩.৩০ ঘটিকায় হাফিজুর রহমান একনিরিহ ভিকটিম বয়স আনুমানিক ৬৫/৬৬ বৎসর ঠিকানা ১২নং ৭নং ওয়ার্ড, ফাজিলপুর ইউনিয়ন পরিষদ, ফেনী সদর উপজেলাস্থ স্থায়ি বাসিন্দার গৃহে আইন সংস্থা র‍্যাব ও পুলিশের সমন্ময় অতর্কিত হামলা চালায় এবং তাহাদের নির্মম ভয়ভীতিকর আচরনে ভিকটিম তাৎক্ষনিক হার্ট এ্যাটাক্টট করেন। ফলে পাড়াপ্রতিবেশীরা এই ঘটনা দেখারপর তাৎক্ষনিক ভিকটিমকে অজ্ঞান অবস্থায় দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে জরুরী বিভাগে উপস্থিত করলে কর্মরত চিকিৎসক ভিকটিম হাফিজুরকে মৃত ঘোষনা করেন। প্রতিনিধি এই নির্মম সংবাদ শ্রবনের পর ঘটনার বাস্তবতা উৎঘাটনের লক্ষে এলাকাবাসিদের জিজ্ঞাসা বাদে জানতে পারেন যে-মৃত ব্যক্তিরপূত্র মোহাম্মদ আরিফ ঢাকাতে অবস্থানরত ও পেশাগত গার্মেন্টস শ্রমীকের বিরুদ্ধে একাধীক গুরুতর অপরাধের মামলার অভিযোগের কারনে আইন সংস্থা তাহাকে গ্রেফতার করতে বহুবার বাড়ীতে হামলা চালায়। এমনকি উক্ত রাতে র‍্যাব ও পুলিশ সম্মনয় আসামীকে গ্রেফতারের লক্ষে গৃহে হামলা চালিয়ে আসভাবপত্র ভাঙ্গচুড়সহ বৃদ্ধ অসুস্থ্য গৃহকর্তা হাফিজুরের সাথে চরম বর্বরচীত অমানবীক আচরন ও ভয়ভীতি দেখানোর ফলে তিনি আকর্ষিক হার্ট এ্যাটাক্টক করেন। প্রতিবেশী আরো নিশ্চিত দাবী করেন
যে-আইনসংস্থা বাহিনী মুমূর্ষু জ্ঞানহীন ভিকটিমকে মানবীক দৃষ্টিতে চিকিৎসার জন্য কোন সহনভূভুতি না দেখিয়ে উল্টা অমানবীক ও অনৈতীক আচরনসহ বিভিন্ন বাজে মিথ্যা অভিযোগের ভয়ভীতিকর হুমকিধামকি দেখিয়ে গৃহ থেকে প্রত্যবর্তন করেন। ফলে আইনসংস্থা বাহিনী এইরুপ বর্বরোচিত হামলা ও নিষ্ঠুর
আচরনে এই নির্মম মৃত্যুর ঘটনাটি এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া ও বিরুপ প্রতিক্রিয়াসহ চরম উত্তেজনার সৃষ্টি ঘটায়। প্রতিনিধি শোকাহত পরিবার সদস্যদের সাথে যোগাযোগ ও ঘটনার মূখ্য রহস্য উৎঘাটনের চেষ্টা চালাতে গিয়ে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন যে-গত ৩/৪ মাস যাবৎ পুলিশও র‍্যাব ফোর্স আসামী আরিফকে গ্রেফতার করতে তাহার গৃহে হামলাও নিরিহ সদস্যদের উপর অমানবীক নির্যাতন চালিয়ে আসছে বিধায় জীবনের নিরাপত্তার কারনে সাংবাদীক ও কোন মানবাধীকার সংস্থার সাথে সাক্ষাতকার দিতে রাজি নয়। এই নির্মম মৃত্যুর ঘটনার সত্যতা উৎঘাটন করতে প্রতিনিধি ফেনী সদর থানার ও/সি কে পুলিশি হামলা ও নির্যাতনের বিষয় জিজ্ঞাসা করলে তিনি সম্পূর্ন অস্বীকার করেন ও দাবী করেন যে-হাফিজুর রহমান দীর্ঘদিন যাবৎ হার্টের রুগী এবং তাহার পূত্র মোঃ আরিফ নাবালিকা ধর্ষন ও ডাকাতি মামলার গুরুতর অভিযুক্ত পলাতক আসামী বিধায় আইন সংস্থা আসামীর সন্ধানে গৃহে আগমনের পূর্বেই ভিকটিমের মৃত্যু ঘটেছিল বিধায় এই ঘটনার সাথে আইনসংস্থা কোন সম্পৃত্ততা নেই। প্রতিনিধি ফেনী সদর হাসপাতালে যোগাযোগে নিশ্চিত হয়যে-ভিকটিম চরম ভয়ভীতিগ্রস্থ্য হয়ে গুরুতর হার্ট-এ্যাটাক্টটে মৃত্যু বরন করেন। ফলে এই নির্মম অপমৃত্যুর ঘটনাটি গুরুত্বপাত করে এলাকার কিছু সুশীল ব্যক্তিবর্গ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষনের জন্য ভিকটিম পরিবারের তরফ থেকে একটি স্বারক লিপি প্রেরন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং