মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা:
দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের মনোনিতসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর স্থগিত রয়েছে ২ জনের এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রোববার (৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল যাচাই বাছাইয়ের সময় নির্বাচনী বিধি মোতাবেক মনোনয়নপত্রে ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ওইসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করেন।